পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: দাসপুরে সমবায় সমিতির নির্বাচনে খাতা খুলতে পারলো না শাসক দল তৃণমূল। জয়ী হলো সমবায় বাঁচাও মঞ্চের প্রগতিশীল প্রার্থীরা। সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় নির্বাচন সমাপ্ত হলো দাসপুর চকসুলতান মেহনতি সমবায় কৃষি উন্নয়ন সমিতির।
যদিও গত জুন মাসে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সমবায় বাঁচাও মঞ্চের অভিযোগ, শাসক দল আগে বুঝে গিয়েছিল তারা জিততে পারবে না। তাই তারা কারসাজি করে নির্বাচন বন্ধ করে দেয়। এরপর বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বিষয়টি জানানো হয়। শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হয়ে হাইকোর্টের নির্দেশে আজ নির্বাচন হয়। শাসক দল তৃণমূল ৩৪ আসনে প্রার্থী দিলেও জয়লাভ করতে পারেনি একটি আসনেও।সেখানে ৪১টি আসনে জয়ী হয় প্রগতিশীল প্রার্থীরা। সমবায় বাঁচাও মঞ্চের প্রগতিশীল প্রার্থীরা জয়লাভের পর আনন্দ উচ্ছ্বাসে মাতলো।