আমাদের ভারত, ৬ মার্চ: ভোটার তালিকা থেকে ‘ভূত’ তাড়াতে আরও জোরদার দাওয়াই ঠিক করে ফেলল রাজ্যের শাসক দল। বৃহস্পতিবার তৃণমূল ভবনে এই সংক্রান্ত বৈঠক থেকে পাঁচটি নয়া নীতি তৈরি করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি কোর কমিটি।
এ ছাড়াও, প্রত্যেক জেলায় তৃণমূলের কোর কমিটি গড়ে দেওয়া হলো ‘ভূতুড়ে’ ভোটার তালিকা স্ক্রুটিনির কাজে।
কমিটিতে থাকবেন সাংগঠনিক জেলার সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ, জেলার শাখা সংগঠনের সভাপতি, ব্লক ও টাউনের সভাপতিরা, জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরসভার চেয়ারম্যানরা। তবে বীরভূমের জন্য আলাদাভাবে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। সেখানকার কোর কমিটিই এই দায়িত্ব সামলাবে।
জেলায় জেলায় ‘ভূতুড়ে’ ভোটারদের চিহ্নিত করে আলাদা করতে প্রত্যেক জেলায় আলাদা করে যে কোর কমিটি তৈরি করে দেওয়া হলো, তাতে কমপক্ষে ১১ জন প্রতিনিধি থাকছেন। সূত্রের খবর, আগামী ১৫ তারিখ ফের ভোটার তালিকা সংক্রান্ত আলোচনার জন্য মমতার তৈরি কমিটিকে ভার্চুয়াল বৈঠকে ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।