মহিলাদের শক্তিতে আবারও রাজ্যে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, ইসলামপুরে বললেন চন্দ্রিমা ভট্টাচার্য

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৩ ডিসেম্বর: রাজ্যের মহিলারা একাই একশো। মহিলাদের শক্তিতে আবারও রাজ্যে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস আর মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দোপাধ্যায়।” উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের ধরমপুর হাইস্কুল মাঠে মহিলা তৃণমূল কংগ্রেসের বিশাল কর্মিসভা শেষে এমনটাই জানালেন মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আজ বিশাল মহিলা কর্মিসভা হয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের ধরমপুর হাইস্কুল মাঠে। উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে গোয়ালপোখরের কর্মিসভায় প্রধান বক্তা ছিলেন রাজ্য মহিলা তৃণল কংগ্রেস সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা মহিলা তৃনমূল কংগ্রেস সভানেত্রী পুষ্পা মজুমদার সহ শীর্ষ নেতৃত্ব।

কর্মিসভা শেষে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিজেপি নেতাদের লাফানো ঝাঁপানো দিয়ে সরকারে আসা যায় না। মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবেন। বিগত দশ বছরে পশ্চিমবঙ্গে যে উন্নয়নের ধারা বইছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মানুষ তৃণমূল কংগ্রেসের সরকারের পুনঃপ্রতিষ্ঠা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *