আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ ফেব্রুয়ারি: রান্নার গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন বিক্ষোভ কর্মসূচি পালন করল রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকার ইনডেন গ্যাস ডিস্ট্রিবিউটার কেন্দ্রের সামনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃনমূলের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন এলাকার অসংখ্য সাধারন মানুষ ও গৃহিনীরা। কর্মসূচিতে অংশ নেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, কাউন্সিলর অভিজিৎ সাহা, কাউন্সিলর প্রসেনজিৎ সরকার সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
কেন্দ্রীয় বাজেটের পর পরই এবং দিল্লি বিধানসভা ভোটের শোচনীয় পরাজয়ের পর কেন্দ্রের মোদী-শাহ’র মন্ত্রিসভা এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে ১৪৯ টাকা। বাংলা তথা দেশের প্রতিটি গৃহস্থের হেঁসেলে মূল্যবৃদ্ধির আগুন জ্বালিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাধারন মানুষের৷ এরই প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে সাধারন মানুষকে সাথে নিয়ে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস।
রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় রান্নার গ্যাসের সরবরাহকারী সংস্থার অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি আন্দোলন করে তৃণমূল কংগ্রেস। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে করে বিক্ষোভ দেখান সাধারন মানুষ। জেলা তৃণমূল কংগ্রেস নেতা তথা রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, কেন্দ্র সরকার রান্নার গ্যাসের দাম না কমালে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তৃণমূল কংগ্রেস।