পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বরাবরই শাসক দলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। সেই শক্ত জমিতে সিপিএম ২০০১ সালে একটি বাড়িতে ৯ জনকে জলজ্যান্ত জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ তুলে মাঠে নামে বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করা হয় সিবিআই তদন্তের।
এবার সেই ছোট আঙ্গারিয়া দিবস ২৩ বছরে পদার্পন করল। সেই স্মৃতি স্মরণ করতে এসে শুভেন্দু অধিকারী বললেন, ১০০ দিনের টাকা তৃণমূল কংগ্রেস চুরি করেছে। সেই টাকা ফেরাতে হবে। সবাই জেলে যাবে। কালীঘাটে অনাথ আশ্রম হবে। দেখতে থাকুন।
বাম দলের কর্মীদের প্রতি এদিন তার বক্তব্যে স্পষ্ট বার্তা তৃণমূল কংগ্রেস তাড়াতে চান তো বিজেপিকে ভোট দিন। এদিন বক্তব্য রাখতে গিয়ে সংখ্যালঘুদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজেপি ভারতের একাধিক রাজ্যে ক্ষমতায় রয়েছে, কোথাও কোনো সংখ্যালঘু বিপদে নেই। আপনারা নির্ভয়ে থাকুন।
গড়বেতায় তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় দুর্নীতি গনগনিতে। যেখানে খাস পাট্টা সব তুলে তৃণমূল কংগ্রেস বিক্রিতে নেমেছে। পুলিশ প্রশাসন দিয়ে সরকার ও দল চলছে, পুলিশ বেশিদিন বাঁচাতে পারবে না। ভোট ঘোষণা হলে এইসব তাঁবেদারি করা পুলিশ হটিয়ে দেব আমরা।
এদিন তাঁর বক্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস কিছু বলতে রাজি হয়নি। মুখে কুলুপ এঁটেছে বাম দল ও ভারতের জাতীয় কংগ্রেসেরও।