তৃণমূল কংগ্রেস শেষ অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেই কারণেই ভয় পেয়ে ইট পাথর ছুড়ছে: দিলীপ ঘোষ

আমাদের ভারত, নদীয়া, ১১ অক্টোবর: তৃণমূল কংগ্রেস শেষ অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেই কারণেই ভয় পেয়ে অগণতান্ত্রিক উপায়ে ইট পাথর ছুঁড়ে এবং কালো পাতাকা দেখিয়ে আমাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে, রবিবার নদীয়ার নবদ্বীপে এসে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রবিবার রাজ্যের ওবিসি সেলের প্রাদেশিক সভা হয় নবদ্বীপ থানার মায়াপুরের বামন পুকুরের মন্ডল ভবনে। সেই সভায় উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
পশ্চিমবাংলায় ওবিসিদের প্রসঙ্গে দীলিপবাবু বলেন, “এখানে ওবিসিরা অবহেলায় রয়েছে। পাশাপাশি তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন যে, রাজ্যে তৃণমূল কংগ্রেসের জামানায় মুসলিম ওবিসি নতুন করে তাদেরকে এ–ক্লাস করে দেওয়া হয়েছে আর হিন্দু ওবিসিকে বি–ক্লাস করে দেওয়া হয়েছে। আমরা জানি মুসলিম সমাজে কোনও জাতপাত নেই কিন্তু মমতা ব্যানার্জি তার মধ্যেও জাতপাতের বিভাজন করে দিয়েছেন।”

ছবি: সভায় উপস্থিত সদস্যরা।
নদীয়াতে আসার সময় বর্ধমানে তৃণমূল কংগ্রেস কর্মীরা দিলীপ ঘোষের পথ আটকায়। কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। এছাড়া গতকালও বর্ধমানের জামালপুরে কালো পতাকা দেখানো হয়, ইটপাটকেল ছোড়া হয়। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা প্রথম নয় রাজ্যের শাসক দল আসলে শেষ অবস্থায় চলছে। তাই বিজেপিকে দেখে ভয় পাচ্ছে। আর ভয় পাচ্ছে বলেই অগণতান্ত্রিক উপায়ে সব জায়গাতেই বিজেপি নেতা কর্মীদের আটকানো হচ্ছে। ইঁট পাথর ছোড়া হচ্ছে এবং কালো পতাকা দেখানো হচ্ছে। তিনি আরো বলেন, ইতিমধ্যেই আমাদের যেখানে যেখানে দল দুর্বল ছিল সেই সব জায়গাতেও হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপিতে যোগদান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *