আমাদের ভারত, আলিপুরদুয়ার, ৩ অক্টোবর: প্রয়াত তৃণমূলের ফালাকাটা ব্লক সভাপতি তথা আলিপুরদুয়ার জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য সন্তোষ বর্মন। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৬৮বছর। শনিবার শিলিগুড়ির একটি নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর।
জানা গেছে, সন্তোষবাবুর লিভার, কিডনির সমস্যা শুরু হওয়ার পর তাঁকে শিলিগুড়িতে একটি নাসিংহোমে ভর্তি করা হয়েছিল। গত ২০ দিন টানা চিকিৎসা চলছিল তাঁর। এরপর তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। শারিরীক অবস্থার অবনতি হয়। শনিবার শিলিগুড়িতেই তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে জেলায় তৃণমূল নেতা কর্মীদের মধ্যে। জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেন, এর আগে আমরা ফালাকাটার বিধায়ক অনীল অধীকারিকে হারিয়েছি। এবার আমরা সন্তোষ বর্মনকে হারালাম। তাঁর মৃত্যুতে দলের অপরিসীম ক্ষতি হল।” দলের জেলা মুখপত্র সৌরভ চক্রবর্তী বলেন, “বিরাট শূন্যস্থান তৈরি হল। আমরা সবাই গভীর ভাবে শোকস্তব্ধ।”
উল্লেখ্য, গতবছর বিধায়ক অনীল অধীকারির মৃত্যুর পর অক্টোবর মাসে দলের ব্লক সভাপতির দায়িত্ব পান সন্তোষ বর্মন। ছাত্র অবস্থায় কংগ্রেস থেকেই রাজনৈতিক জীবন শুরু করেন। দলের ব্লক সভাপতি ছাড়াও আলিপুরদুয়ার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর আসতেই এদিন ফালাকাটায় দলের সব কর্মসূচি বাতিল করা হয়। ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা গভীর শোক প্রকাশ করেন।