TMC, Karnalgola, তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন কর্ণেলগোলার বড়চকে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: ঌ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির ২৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় কর্নেলগোলার বড়চকে।

সকাল ঌ’টায় দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই দিনটি উদযাপন করেন ঌ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ঌ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু। তারপর শহিদ বেদিতে মাল্যদান ও মনিষীদের মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর উপস্থিত নেতৃত্বরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দল কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল তার ইতিহাস কর্মীদের সামনে তুলে ধরেন। সর্বশেষে রাজ্য সঙ্গীত এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ বসু, শঙ্কর মাঝি, নবকুমার পাত্র, সরোজ দাস, প্রসাদ আঢ্য, অজয় সেন, লক্ষ্মীকান্ত মন্ডল, কাজল রায়, শিবব্রত ভুঁইঞা, শেখ বাশিরউদ্দিন, কাজলী বসু সহ অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *