পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: পিংলা বিধানসভার খড়্গপুর-২ নং ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো জল-জঙ্গল-জমির লড়াইয়ের বীর যোদ্ধা, আদিবাসী সমাজের গর্ব বীরসা মুন্ডার জন্মদিবস।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর-২ ব্লকের বিধায়ক অজিত মাইতি। তিনি ধরতি বাবা বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ব্লক টিএমসির উদ্যোগে আয়োজিত এই সাড়ম্বর অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী সম্প্রদায় সহ সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বীরসা মুন্ডার আদর্শ ও সংগ্রামী জীবনকে স্মরণ করে বক্তৃতায় নেতারা জানান, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় তাঁর লড়াই আজও সকলের কাছে প্রেরণাদায়ক।

অনুষ্ঠানজুড়ে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও সমাজের উন্নয়নে বীরসা মুন্ডার ভাবধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার।

