স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১০ জুলাই: পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও সাইকেল চালিয়ে মিছিল করলেন উত্তরদিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরয়াল সহ জেলার নেতারা।
শনিবার উত্তরদিনাজপুর জেলার ইসলামপুর শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল, ডিজেল ও রান্না গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও সাইকেল চালিয়ে মিছিল করে প্রতিবাদের আয়োজন করা হয়। আজকে তৃণমূল কংগ্রেসের এই সাইকেল মিছিল ইসলামপুর বাসস্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে শুরু করে ৩১ নং জাতীয় সড়ক হয়ে পুরো শহর পরিক্রমা করে ইসলামপুর বাসস্ট্যান্ড চত্বরে এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

