জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ আগস্ট: পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী ব্লকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত হলেন প্রাক্তন ব্লক সভাপতির গোষ্ঠীর লোকজনl অভিযোগের তির দলের কিষান ক্ষেতমজুর ইউনিয়নের নেতা ফটিক পাহাড়ি গোষ্ঠীর বিরুদ্ধে।
অভিযোগ বাঘাস্তি ৫ নম্বর অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি তাঁর কাজ সেরে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় হঠাৎই ফটিক পাহাড়ি গোষ্ঠীর আশ্রিত দুষ্কৃতীরা তার উপর আক্রমণ চালায়। যুব সভাপতিকে বাঁচাতে গিয়ে আহত হন আরো একজন। আহত দুজনকে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাক্তন ব্লক সভাপতি পবিত্র শিটের অভিযোগ, ফটিক পাহাড়ি গোষ্ঠীর লোকজন এই আক্রমণের পিছনে যুক্ত। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই আক্রমণের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছেl