আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের ভর্তির দাবিতে আন্দোলন তৃণমূল ছাত্র পরিষদের, উত্তেজনা জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ জুলাই: আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের আনন্দ চন্দ্র কলেজে প্রথমবর্ষে অবিলম্বে ভর্তি নিতে হবে এই দাবি তুলে আন্দোলনে নামলো তৃণমূল ছাত্র পরিষদ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজে। আন্দোলনকারীদের দাবি, এখনো পর্যন্ত বিভিন্ন কারণে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী কলেজে ভর্তি হতে পারেনি। কলেজের আসন সংখ্যা কম রয়েছে বলে জানানো হয়।

আনন্দ চন্দ্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সদস্য মেহেবুর আলম বলেন, বিগত দিনে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে ভর্তি সংক্রান্ত বিষয়ে ক‍্যাম্প করা হয়েছিল পড়ুয়াদের সুবিধার্থে। অনেকেই বেশি ফি’র জন্য ভর্তি হতে পারছে না বলে অভিযোগ উঠেছে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনো পযর্ন্ত ভর্তি হতে পারেনি তাদের সকলেই ভর্তির দাবিতে এই আন্দোলন।

অন‍্যদিকে আনন্দ চন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর দেবাশিস দাস বলেন, এখনো পর্যন্ত আন্দোলনকারীরা কোনো লিখিত দাবি জানায়নি। মধ‍্যশিক্ষা পর্যদের সমস্ত গাইড লাইন মেনে মেধা তালিকা বের হচ্ছে। পাশাপাশি অনলাইনে ভর্তি হচ্ছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত সিডিউল দেওয়া রয়েছে ভর্তির। পর পর মেধা তালিকা অনুযায়ী এবং যেরকম আসন সংখ্যা রয়েছে তার ভিত্তিতে ছাত্র ছাত্রীরা অনলাইনে ভর্তি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *