পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২৬ এপ্রিল: বর্তমান নিয়ম অনুযায়ী কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য হচ্ছেন রাজ্যপাল। সেই নিয়মের বদলাতে বিধানসভায় বিল পাস করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাতে বলা হয়েছে রাজ্যপালের পরিবর্তে এবার থেকে মুখ্যমন্ত্রী আচার্য হবেন। সেই বিল রাজ্যপালের কাছে পাঠানো হলেও তাতে সই করেনি রাজ্যপাল। এই নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় সই সংগ্রহ শুরু করল তৃণমূল ছাত্র পরিষদ।
পশ্চিম মেদিনীপুর জেলা সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রীকে আচার্য হিসেবে মনোনীত করার দাবিতে রাজ্যপালের কাছে জেলার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বাক্ষর সংগ্রহ করা হয়। বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর জন্য যে বিল বিধানসভায় পাস হয়েছিল তাকে মান্যতা দেওয়ার জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে। কিন্তু রাজ্যপাল সেই বিল আটকে রেখেছেন বলে তাদের অভিযোগ। তারই প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে এই জেলা থেকেও প্রায় সাত হাজার সাধারণ কলেজ ছাত্র ছাত্রীর গণস্বাক্ষর রাজ্যপালের কাছে পাঠানো হবে। এই নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জেলার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয়।

তৃণমূল ছাত্র পরিষদের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে আচার্য হিসেবে পেতে চাই, এই নিয়ে বিধানসভায় বিলও পাশ হয়েছে, কিন্তু রাজ্যপাল সেই বিলে স্বাক্ষর করেছেন না। তাই সেই দাবি নিয়ে আমাদের জেলা থেকে সাত হাজার ছাত্র ছাত্রীর স্বাক্ষর সংগ্রহ করে রাজভবনে পাঠানো হচ্ছে।

