পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ অক্টোবর: সোমবার সকাল থেকেই বাড়ির সামনের মাঠে বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলেই ভোট ময়দানের খেলা শুরু করে দিলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। সাত সকালে মেদিনীপুর শহরের দেওয়ান বাবার মাজারে চাদর চাপিয়ে দোয়া চাইলেন তিনি। আর তারপরেই বাচ্চাদের সঙ্গে ফুটবলও খেললেন প্রার্থী।
বর্তমান সরকারের শান্তি সম্প্রীতির বার্তাকে সামনে রেখে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াকু আন্দোলনকে সঙ্গে নিয়ে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের এই আসনটি রাজ্য নেতৃত্বের হাতে সমর্পণ করবেন বলেই জানিয়েছেন তিনি। এছাড়াও মেদিনীপুর শহরের পাটনাবাজার বুড়ো শিব মন্দিরে পুজো দেন সুজয় হাজরা। তিনি আশাবাদী যে, বর্তমান সরকারের উন্নয়নকে হাতিয়ার করেই এই ভোট ময়দানে জয়লাভ করবেন তিনি। ভোটের অঙ্ক ২০০১ সাল থেকে যিনি সাজিয়েছেন পর্দার আড়ালে থেকে সেই সুজয় হাজরাই এবার ভোট ময়দানে। তাই ভোটের অঙ্ক এবং প্রচার দু’টোই সমানভাবে চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন তিনি।
এদিন প্রার্থীর সঙ্গে ছিলেন মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, মহিলা তৃণমূল কংগ্রেসের শহর সভানেত্রী মৌ রায় সহ দলের কর্মীরা।