Sujoy Hazra, TMC, মেদিনীপুরের মণিদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় “কুড়মি বড়াম থান” এর উদ্বোধন তৃণমূল প্রার্থী সুজয় হাজরার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ নভেম্বর: মেদিনীপুরের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা আজ মণিদহ গ্রাম পঞ্চায়েতে “কুড়মি বড়াম থান”- এর উদ্বোধনে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানটি অঞ্চলটির সাংস্কৃতিক ঐতিহ্য এবং সম্প্রদায়ের সম্পৃক্ততার প্রতি অঙ্গীকারকে তুলে ধরে।

স্থানীয় বাসিন্দা এবং দলীয় সমর্থকদের অংশগ্রহণে এই উদ্বোধনটি এলাকাবাসীর মধ্যে সাংস্কৃতিক পরিচয় এবং ঐক্য গড়ে তোলার প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত। তাঁর ভাষণে, সুজয় হাজরা এই ধরনের উদ্যোগের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, “আমাদের সম্প্রদায়কে একত্রিত করতে, আমাদের সমৃদ্ধ ঐতিহ্যকে উদযাপন করতে এবং জনগণের ক্ষমতায়নের জন্য কুড়মি বড়াম থানের মতো প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ।”

এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের গ্রহণ করা প্রকল্পগুলির কথা তুলে ধরেন সুজয় হাজরা। তিনি বলেন, তাঁর বিশ্বাস এই কুড়মি বড়াম থান-এর মতো উদ্যোগগুলি শুধুমাত্র স্থানীয় সংস্কৃতিকে উদযাপন করবে এমন নয়, বরং তা এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও কাজ করবে।

স্থানীয়রা এই অনুষ্ঠানটিকে উচ্ছ্বাসের সঙ্গে পালন করেন, এবং তাঁরা নিজেদের উন্নয়নের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এই উদ্বোধনের মাধ্যমে, সুজয় হাজরা মেদিনীপুরের মানুষের প্রয়োজন এবং আকাঙ্ক্ষার প্রতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতাগুলি পুনর্ব্যক্ত করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *