পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ অক্টোবর: সোমবার সকালে খড়্গপুর গ্রামীণ এর বিধায়ক দীনেন রায়কে স্কুটিতে চড়িয়ে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া অঞ্চলের বিভিন্ন বুথে প্রচার করলেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।
১৩ নভেম্বর উপ নির্বাচন। প্রচারে তাঁর প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন তৃণমূল প্রার্থী।
ছোট ছোট সভা, পাড়া বৈঠকের উপর জোর দিয়েছেন। যেখানেই গেছেন সেখানেই মানুষ বেরিয়ে এসেছেন। তাঁদের কথা শুনেছেন। বিধায়ক দীনেন রায় জানান, এসব এলাকায় প্রচুর উন্নয়ন মূলক কাজ করছে রাজ্য সরকার। সুজয় হাজরা বলেন, তাঁরা এখানে মানুষকে দিদির কথা বলছেন। রাজ্য সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে সেই কথা বলছেন। আর বিরোধীদের বলার কিছুই নেই। খালি কুৎসা আর অপপ্রচার চালাচ্ছে।