পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮
মে: তিন বছরে কী কী উন্নয়নের কাজ করেছেন এর রিপোর্ট কার্ড পেশ করলেন জুন মালিয়া। বিধায়ক হিসেবেও সফল পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসিন্দা।জন প্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের জন্য উন্নয়ন মূলক কাজকেই সবথেকে বেশি অগ্রাধিকার দিয়েছেন, একথা সাফ জানিয়ে জুন মালিয়া বলেন, এটাই দলনেত্রী মমতা ব্যানার্জি ও দলের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশ।
পানীয় জল, রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য কেন্দ্র সহ তাঁর বিধায়ক তহবিলের টাকা যথাযথ খরচ করেছেন উন্নয়নের জন্য। এর পাশাপাশি তিনি বলেন, মেদিনীপুরের বিদায়ী বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কোনো কাজই করেননি। শুধুমাত্র চা খেয়েছেন আর মর্নিং ওয়াক করেছেন। আর জুন মালিয়া তিনি নিজে উন্নয়ন নিয়ে নিয়মিত প্রশাসনিক বিভিন্ন স্তরে বৈঠক, আলোচনা করেছেন। দলের নেতা কর্মীদের প্রয়োজনে ধমক দিয়েছেন।
এদিন জেলা তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী, তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যোত ঘোষ, জেলা তৃণমূল নেতা নেপাল সিংহ’কে পাশে বসিয়ে রিপোর্ট কার্ড প্রকাশ করেন। এই রিপোর্ট কার্ড ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হবে।