পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ মার্চ: মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া আজ প্রচারে ঝড় তুললেন নারায়ণগড়ে। তুঁতরঙা অঞ্চলের শিবালয় মন্দিরে পুজো দিয়ে আজকের প্রচার শুরু করেন তিনি। এরপর হেমচন্দ্র অঞ্চলের আদিবাসী গ্রামে মানুষের উচ্ছাসে ভেসে যান প্রার্থী। পরে কুশবাসনে কর্মিসভা করে বাখরাবাদ অঞ্চলে বিভিন্ন বুথে যান।
দ্বিতীয়ার্ধে নারায়ণগড় অঞ্চলের কাঠালিয়া, গ্রামরাজ অঞ্চলের বীরবিরা এবং নারমা অঞ্চলের নারমাতে তিনটি জনসভা করেন জুন মালিয়া। যেখানে মানুষের আবেগ, উচ্ছ্বাস আর উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রতিটা কর্মসূচিতে মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জুন মালিয়া মানুষের মধ্যে পৌঁছে গিয়ে তাদের সাথে কথা বলেন।
প্রার্থী জুন মালিয়ার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সূর্যকান্ত অট্ট, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ, নারায়ণগড়ের সহ-সভাপতি মিহির চন্দ্র, জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, স্বপন মাইতি, অসিত পাল, সুপর্ণা জৈন, সুভাষ রায়চৌধুরী, কাউসার আলী প্রমুখ।