নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১২ আগস্ট: তৃণমূলের দালাল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের ফতোয়া মুসলিমরা মানবে না বলে দাবি করলেন বিজেপি নেতা কাশেম আলি। বুধবার কলকাতায় তিনি বলেন, ধর্মের নামে এই সংগঠনটি রাজনীতি শুরু করেছে। ২০২১ -এ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে রক্ষা করতে তারা আসরে নেমেছে। ইমামরা সবসময় রাজনীতির উদ্ধে থাকেন। কিন্তু ইমামদের নাম করে বাংলায় রাজনীতি শুরু করছে তৃণমূল। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন ফিরাদ হাকিমের কথায় চলে বলে জানালেন রাজ্য বিজেপির মাইনরিটি মোর্চার সম্পাদক। কলকাতার প্রাক্তন মেয়রের কথাতেই তারা এমন ফতোয়া দিয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার ইমাম অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, সাধারণ মুসলমানরা যেন বিজেপির সঙ্গে কোনও সম্পর্ক না রাখেন। এই প্রসঙ্গে এদিন কাশেম আলি বলেন, মুসলমানদের কোনও ঠিকা বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনকে দেয়নি রাজ্যের সাধারণ মুসলমান। সাধারণ মুসলিমরা রাজ্যকে তৃণমূলের হাত থেকে রক্ষা করতে বিজেপিকে ভোট দেবেন। তাছাড়া সাধারণ মানুষ যে কোনও রাজনৈতিক দল করতে পারেন। তাতে কোনও সংগঠনের বলার কিছু থাকে না। আমি মাইনরিটি মোর্চা করি। আবার ধর্মপ্রাণ মুসলিম। কোরান পড়ি। তবে ধর্মের নামে কোনও ফতেয়া জারি করি না বলে জানান কাসেম আলি। রাজ্যের সাধারণ মুসলমানরাই ফিরাদ হাকিমের নেতৃত্বে চলা ফতোয়াকে অগ্রাহ্য করে বিজেপিকে ভোট দেবে বলে জানান কাশেম আলি।