আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩১ আগস্ট: ডোমকলে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের ফলে প্রকাশ্য দিবালোকে শুট আউটের ঘটনায় গ্রেফতার করা হল মূল অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি আশাদুল সেখ’কে। রবিবার বিকেলে ফুট পাতের জায়গা দখল কে ঘিরে প্রকাশ্য দিবালকে গুলি চালায় তৃণমূল নেতা তথা বুথ সভাপতি আশাদুল সেখ ওরফে আশা বলে অভিযোগ।
ডোমকল পৌরসভার অন্তর্গত ১৩নং ওয়ার্ডে রঘুনাথপুর মোড়ে ফুটপাতে জমি জায়গা দখল নিয়ে বিবাদ চলছিল। বিবাদের জেরে রবিবার বিকেলে গুলি চালায় অভিযুক্ত তৃণমূল নেতা আশাদুল সেখ। গুলিতে জখম হন
আনোয়ার হোসেন (২৬)। বর্তমানে বহরমপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। সেই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে ঘটনার মূল অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি আশাদুল সেখ কে গ্রেফতার করে।


ছবি: গুলি চালানোর আগের মুহূর্তে আসাদুল কে বাধা দিচ্ছে একজন।
ডোমকল পৌরসভা এলাকায় আবাস যোজনা ঘর নিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ আছে তৃণমূল বুথ সভাপতি আশাদুল সেখ ওরফে আশার বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ তদন্ত শুরু করে ভিডিও ফুটেজ দেখে আশাদুল সেখ কে গ্রেফতার করে। ধৃত কে সোমবার আদালতে তোলা হয়।

