আমাদের ভারত, নদীয়া, ২০ অক্টোবর: রক্তদান জীবন দান, তাই রক্ত দিয়ে প্রাণ বাঁচান। বর্তমান করোনা আবহে রাজ্যে রক্ত সংকট দেখা গেছে। রক্তের প্রয়োজন থাকলেও মানুষ সময় মত ব্লাড ব্যাংক থেকে রক্ত পাচ্ছেন না। তাই এই রক্তের সমস্যা কিছুটা লাঘব করতে সোমবার নদীয়ার বাদকুল্লার সুরভী স্থানে ২৬৮ নম্বর বুথ তৃণমূল কংগ্রেস কমিটি এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে। ৫ জন মহিলা সহ মোট ৩৬ জন এই শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করেন। কৌশিক সাহা দলীয় পতাকা তুলে ও পঞ্চায়েত সমিতির সদস্য শিখা ঘোষ প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।