আমাদের ভারত, ১৮ জুলাই: ঘোলার তালবান্দা এলাকায় সরকারি জায়গায় বিজেপির পার্টি অফিস করাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পার্টি অফিস করার অফিস তৈরিতে বাধা দেয় তৃণমূল নেতৃত্ব। প্রতিবাদে সোদপুর- মধ্যমগ্রাম রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। আর সেই অবরোধ তুলতে রাস্তায় নামে তৃণমূল নেতৃত্ব। সেই সময় তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা ও হাতাহাতি হয়। বাঁশ-লাঠি নিয়ে একে অপরের দিকে তেড়ে যায় দু’পক্ষের সদস্যরা। বেশ কয়েকজন জখম হয়েছেন সংঘর্ষে।
প্রকাশ্যে এই ঘটনার জেরে রাস্তা বন্ধ হয়ে যায় বেশ কিছু সময়। ব্যাহত হয় যান চলাচল। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় তালবান্দা মোড় এলাকায়।