TMC, Ghatal, প্রভাব খাটিয়ে নিজের এলাকায় ব্রিজ নির্মাণের কাজ করাচ্ছেন তৃণমূল ব্লক সভাপতি, বিক্ষোভ গ্রামবাসীদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ নভেম্বর: দীর্ঘদিন ধরেই এলাকার মানুষজনের দাবি ছিল ঘাটালের শিলাবতী নদীর ওপর নিমতলার পোস্ট অফিস মোড় এলাকায় একটি স্থায়ী বীজ নির্মাণের। গত লোকসভা ভোটের সময় প্রচারে এসে সাংসদ দীপক অধিকারী কথা দেন ব্রিজ নির্মাণের ব্যাপারে তিনি সচেষ্ট হবেন। কিন্তু শিলাবতী নদী দিয়ে বহু জল গড়িয়ে গেলেও ব্রিজ নির্মাণের কাজ কিছুই হয়নি। অবশেষে ব্রিজ নির্মাণে প্রশাসনের তৎপরতা যখন শুরু হল দেখা গেল সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী এলাকায় না হয়ে ব্রিজ নির্মাণের প্রাথমিক কাজ সয়েল টেস্টিং হচ্ছে সেই এলাকা থেকে অনেকটাই দূরে একটি এলাকায়।

এলাকাবাসীদের অভিযোগ, সাংসদ দীপক অধিকারীর আশ্বাসের তোয়াক্কা না করেই নিজের সুবিধামতো জায়গায় ব্রিজ সরিয়ে নিয়ে গেছেন প্রভাব খাটিয়ে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাঝি। এরই প্রতিবাদে এলাকার মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ, ব্লক সভাপতি নিজে সুবিধার জন্য তার বাড়ি সংলগ্ন এলাকায় ব্রিজ নির্মাণের কাজ সরিয়ে নিয়ে গিয়েছেন। যতদিন না পর্যন্ত ব্রিজ নির্মাণের কাজ আগের জায়গায় শুরু হয় তাদের আন্দোলন চলতেই থাকবে।

অন্যদিকে ব্লক সভাপতি দিলীপ মাঝির দাবি, কিছু মানুষ তাকে এবং তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করে এমন অপপ্রচার করছে। সয়েল টেস্টিং করে যেখানে ব্রিজ নির্মাণের উপযুক্ত পরিকাঠামো মিলবে সেইখানেই তৈরি হবে ব্রিজ। এখানে তার কোনো ইচ্ছা অনিচ্ছা নির্ভর করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *