আমাদের ভারত, নিজস্ব প্রতিনিধি, কোচবিহার, ২২আগস্ট: বিধানসভা নির্বাচন আর বেশি দূরে নয়, তাই কোচবিহার জেলাতে ঘর গোছাতে ব্যস্ত দুই যুযুধান শিবির, বিজেপি ও তৃণমূল কংগ্রেস। প্রতিদিনই চলছে দল বদল। কোথাওবা তৃণমূল থেকে বিজেপিতে আবার কোথাও বিজেপি থেকে তৃণমূলে যোগ। কোথাও চুপিসাড়ে আবার কোথাও মিডিয়ার সামনে একে অপরের হাতে পতাকা তুলে দিচ্ছেন বিভিন্ন দলের নেতারা।

শনিবার কোচবিহারে দেখা গেল একই ছবি। এদিন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে কোচবিহার উত্তরবিধানসভা কেন্দ্রের বেশ কিছু বিজেপি কর্মী তৃণমুলে যোগদান করলেন। অন্যদিকে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষের হাত ধরে প্রায় ২০০ বিজেপি সমর্থক পরিবার তৃণমূল যোগদান করে।
পিছিয়ে নেই বিজেপিও কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের পুন্ডিবাড়িতে বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুকুমার রায়ের হাত ধরে প্রায় ২০০ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করলেন।
এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বলেন , আরো বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করতে চাইছে, সকলকেই দলে নেওয়া হবে। তবে পালটা বিজেপি নেতা সুকুমার রায়ের দাবি, বিজেপি থেকে কেউই তৃণমূলে যাচ্ছে না, আসলে কোথাও রবীন্দ্র নাথ ঘোষের অনুগামীরা পার্থ প্রতীম রায়ের দলে ঢুকছে আবার কোথাও উল্টোটা হচ্ছে। তাঁর আরো দাবি প্রতিদিন অনেক তৃণমূল নেতা কর্মী বিজেপিতে আসার জন্য লাইন দিয়ে আছে।

