আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ জানুয়ারি: মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার বড়জোড়ার চান্দাই এলাকা। বুধবার মধ্যরাতে এলাকায় বোমাবাজি ও বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, আগামী ১৯ জানুয়ারি চান্দাই হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন রয়েছে। তার আগে নির্বাচন বানচাল করতে রাতের অন্ধকারে এলাকায় বোমাবাজি ও তাদের দলের অফিস আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে বিজেপির অভিযোগ। যদিও তৃণমূলের তরফে বিজেপির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী জহিরুদ্দিন মল্লিক বলেন, এর আগে একবার নির্বাচনের দিন ঘোষণা হলেও তা বন্ধ থাকে। ফের নতুন করে নির্বাচনের দিন ঘোষণা হতেই তৃণমূলের তরফে বোমাবাজি ও তাদের দলীয় অফিস আগুনে পুড়িয়ে দেওয়া হল। এমনকি বিজেপির তরফে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও নিজে বিজেপি প্রার্থীদের মনোনয়পত্র তুলতে চাপ দিচ্ছেন বলে তাঁর অভিযোগ।
বিজেপি নেতা সুজিত অগস্তির দাবি, গত দু’বার এখানে ভোট করতে দেওয়া হয়নি। এবার তৃণমূল সম্পূর্ণ ‘ব্যাকফুটে’ চলে গেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপির সঙ্গে আছেন এটা বুঝতে পেরেও তৃণমূল এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরী করছে বলে তার অভিযোগ।
বিজেপিকে ‘সন্ত্রাসবাদীদের দল’ আখ্যা দিয়ে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, ঐ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিজেপি নিজেদের পার্টি অফিস নিজেরাই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, লোকসভা ভোটে তৃণমূল হেরে গেলেও চান্দাই এলাকায় তারা এগিয়ে। এটা বুঝতে পেরেই তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করতে বিজেপি এই কাণ্ড ঘটিয়েছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক দাবি করে তিনি বলেন, মানুষ তৃণমূলের সঙ্গে আছেন।
এই ঘটনার প্রতিবাদে আজ সকালে কিছু সময়ের জন্য পথ অবরোধ করে বিজেপি।