স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘাত, ধুন্ধুমার কান্ড কল্যাণীতে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ আগস্ট: আজ ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে চলছে জাতীয় পতাকা উত্তোলন। বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে গণমাধ্যম ও বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস সহ ক্লাব সংগঠনগুলো আজ জাতীয় পতাকা উত্তোলন করছে। সেই মতো আজ নদিয়া জেলার কল্যাণী ব্লকের অন্তর্গত দক্ষিণ চাঁদামারি মাঝের স্কুল সংলগ্ন এলাকায় বিজেপি কর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করার জন্য প্রস্তুতি নেয়। বেশ কিছুক্ষণ পরে বিজেপি কর্মী-সমর্থকরা অভিযোগ করে যে তাদের ওখানে জাতীয় পতাকা তুলতে বাধা দেয় তৃণমূল কংগ্রেসে। এই নিয়ে এলাকায় সকাল থেকেই উত্তেজনা ছড়ায়।

পরবর্তীতে সেখানে তৃণমূল কংগ্রেস জাতীয় পতাকা ও তাদের দলীয় পতাকা উত্তোলন করে। সকালে বিক্ষিপ্ত অশান্তি হলেও পরিস্থিতি স্বাভাবিক ছিল কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আবারও ভয়াবহ হতে শুরু করে। অভিযোগের ভিত্তিতে কয়েক ঘণ্টা বাদে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়। বিধায়ক যাওয়ার পর এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে বলে অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, ওই এলাকায় এসে বিজেপি বিধায়ক অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এই ঘটনায় স্থানীয় জনতার সঙ্গে খন্ড যুদ্ধ বেধে যায় বিজেপি বিধায়ক এবং তার সঙ্গে আসা বিজেপি কর্মীদের। খানিক সময়ের মধ্যে রণক্ষেত্রের রূপ নেয় এলাকা।

যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ, বিধায়কের গাড়ির ওপর হামলা চালিয়েছে তৃণমূল দুষ্কৃতীরা। তার গাড়ির কাঁচ ভাঙ্গা হয় এবং তার সঙ্গে যাওয়া কর্মীদের পরিকল্পিতভাবে বেধড়ক মারধর করা হয়। এছাড়াও বিধায়কের মোবাইল সহ একাধিক বিজেপি কর্মীদের মোবাইল কেড়ে নিয়ে ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের। ঘটনাস্থল থেকে বেড়িয়ে এসে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়। সেখান থেকে কোনওমতে পালিয়ে বাঁচে বিজেপি বিধায়ক সহ বিজেপি কর্মীরা। পরবর্তীতে কল্যাণী থানায় অভিযোগ করতে গেলে সেখানে এসে হাজির হয় তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্ব। সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ সহ স্লোগান দিতে থাকে তারা। এমনকি আইসির ঘরে ঢুকে আইসির সামনে বিধায়ককে গালিগালাজ করে বলে অভিযোগ। কল্যাণী থানায় ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশকে উদ্দেশ্য করে শ্লোগান দিতে থাকে তৃণমূলে কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গেও একসময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তৃণমূল কর্মীরা। পুলিশি প্রহরায় সেখান থেকে বেড়িয়ে আসে বিজেপি বিধায়ক এবং বিজেপির আক্রান্ত কর্মীরা।

মোটের উপর আজ ৭৫ তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তোলাকে কেন্দ্র করে সকাল থেকে সারাদিন ধুন্ধুমার পরিস্থিতি রইল কল্যাণীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *