সাথী দাস, পুরুলিয়া, ২৭ নভেম্বর: ভোটের আগে কর্মীদের সক্রিয় করতে তৎপর সব দলই। সেই আঙ্গিকে পিছিয়ে নেই তৃণমূলও। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে পুরুলিয়ার ঝালদায় বাইক মিছিল করল তারা। যেখানে প্রচুর যুবক উৎসাহের সঙ্গে বাইক নিয়ে মিছিলে অংশ গ্রহণ করেন।
জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও ঝালদা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশীষ সেন জানান, “কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এবং ব্যাঙ্ক, রেল, বিএসএনএল সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি করণের প্রতিবাদে আজ এই বাইক মিছিল অনুষ্ঠিত হল। আজ যুবকরা গর্জে উঠেছেন। তার জলজ্যান্ত প্রমাণ বাইক মিছিলে যুবকদের স্বতঃস্ফুর্ত যোগ দান।”
মিছিলে ছিলেন ঝালদা পুর সভার প্রশাসক সুরেশ আগরওয়াল, সদস্য কাঞ্চন পাঠক, মাহেন্দ্র রুংটা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।