জে মাহাতো, মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: কেন্দ্রের বিজেপি সরকারের “জনস্বার্থ বিরোধী’ নীতির প্রতিবাদে ঘাটাল ব্লকের মনসুকা ১নং অঞ্চল তণমূল কংগ্রেসের পক্ষে থেকে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়েছিলl বাইক মিছিলটির নেতৃত্ব দেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইl এছাড়াও মিছিলে ছিলেন মনসুকা অঞ্চলের তৃণমূল সভাপতি কিংকর পণ্ডিত, ব্লক কিসান তৃণমূল কংগ্রেস সহসভাপতি সজয় চৌধুরী সহ অঞ্চল সম্পাদকমণ্ডলীর সমস্ত সদস্য।

মনসুকা অঞ্চল তৃণমূল কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে প্রতিটি বুথ এলাকা পরিক্রমা করে। “কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী কার্যকলাপ ও বিজেপির সাম্প্রদায়িক উস্কানি”র বিরুদ্ধে এদিনের মিছিল থেকে তৃণমূলের নেতাকর্মীরা স্লোগান দেনl

