বিজেপিকে বড় ধাক্কা তৃণমূলের! দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতি ফের ঘাসফুলে

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ জুলাই: বিজেপির ঘরে এবার হানা ঘাসফুলের। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের দাপুটে নেতা বিপ্লব মিত্র ফের তৃণমূলে যোগদান করলেন। কলকাতায় তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চ্যাটার্জির হাত ধরে দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতি ঘাসফুলে যোগদান করলেন। তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনের সময় সঙ্গে ছিলেন অর্পিতা ঘোষ।

গত লোকসভা নির্বাচনের পর বিপ্লব মিত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। মুকুল রায় ঘনিষ্ঠ বিপ্লব মিত্র দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তাঁর সঙ্গে কয়েকজন জেলা পরিষদের সদস্যও বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তুু দক্ষিণ দিনাজপুরের মাটিতে সেভাবে বিজেপিতে কোনও গুরুত্বপাননি বিপ্লব মিত্র। তাঁর অনুগামীরা কয়েকমাস আগেই সদলবলে তৃণমূলে নাম লিখিয়েছিলেন। এবার বিপ্লব মিত্রও নিজে ঘাসফুলের পতাকা তুলে নিলেন।
বিপ্লব মিত্র যোগদান করার পরেই বিজেপিকে আক্রমন করেন দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি। তিনি বলেন, সবাই বুঝে গিয়েছে বাংলায় বিজেপি ঠিক কী চায়। মানুষ বিজেপিকে পছন্দ করেন না। তাই যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝেছেন তারা সবাই একদিন সঠিকটা বুঝতে পারবেন বলে জানালেন পার্থ চ্যাটার্জি।
বিগত লোকসভা ভোটের পর তৃণমূলের ঘর ভাঙছে বিজেপি, এই ছবি প্রতিদিন দেখা যেত। তবে এদিন তৃণমূল ভবনে ঘটলো তার উল্টোছবি। ২০২১ এর আগে দক্ষিণ দিনাজপুরের শাসক দল বিপ্লব মিত্রকে যোগদান করিয়ে ঘর অনেকটাই গুছিয়ে নিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *