নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১২ নভেম্বর:
জনসমর্থন না পেয়েই জানোয়ারের মতো হামলা চালাচ্ছে তৃণমূল। দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় এই ভাষাতেই রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। তিনি বলেন, রাজ্যের শাসক দলের উপর মানুষের জনসমর্থন ক্রমেই কমছে। তার জন্যই দিলীপ ঘোষের উপর বারবার হামলা চালাচ্ছে শাসক দলের ক্যাডাররা।
দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে বিকেলে কলকাতায় সেন্ট্রাল এভিনিউতে প্রতিবাদ মিছিল করেন যুব মোর্চার কর্মীরা। যার নেতৃত্ব দেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। তিনি বলেন, শুধু কলকাতা নয় গোটা রাজ্যে দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে রাস্তায় নামবেন যুব মোর্চার কর্মীরা।
দলীয় সভাপতির সভাপতির উপর হামলার প্রতিবাদে কলকাতায় শোভাবাজার মেট্রো সামনে রাস্তায় নামেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা সেন্ট্রাল এভিনিউতে আসতেই পুলিশ তাদের রাস্তার উপর থেকে সরিয়ে দেয়। পুলিশের বাধাতে শেষ পর্যন্ত শোভাবাজার মেট্রো সামনে অবরোধ করতে পারেননি বিজেপি কর্মীরা।