সাথী দাস, পুরুলিয়া, ২২ মার্চ: টানাপড়েনের মধ্যেই পুরুলিয়া ও রঘুনাথপুর পুরসভার পুরপ্রধান, উপ প্রধানের নাম দলীয় ভাবে ঘোষণা করল তৃণমূল। পুরুলিয়া পুরসভার পুরপ্রধানের নাম নবেন্দু মাহালি। উপ পুরপ্রধান ময়ূরী নন্দী।
অন্যদিকে, রঘুনাথপুর পুরসভার পুরপ্রধান তারিণী বাউরি, উপ পুরপ্রধান স্বপ্না চক্রবর্তি। আজ আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয়ে খাম খুলে নামগুলি ঘোষণা করেন তৃণমুল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। তিনি বলেন, “দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুটি পুরসভার নাম খাম বন্দি করে পাঠায়। সেগুলিই এখানে ঘোষণা হল। আগামী কাল ওই দুটি পুরসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করব আমরা। পুরুলিয়া পুরসভার দলনেতা সমীরণ রায় ও রঘুনাথপুর পুরসভায় দলনেতা মৃত্যুঞ্জয় পরামানিকের নাম ঘোষণা হয় ।”
অন্যদিকে, প্রশাসনিকভাবে ঝালদা পৌরসভার বোর্ড গঠনের দিন ঘোষণা করা হয়নি। তাই পরে ঝালদা পৌরসভায় কে বা কারা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হবেন তা জানানো হবে। যদিও জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, “এই মুহূর্তে আমাদের সংখ্যা ৬ দাঁড়িয়ে আছে। ফলে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আমরাই বোর্ড গঠনের জন্য দাবি জানাবো।”