আমাদের ভারত, ভাঙড়, ৮ ফেব্রুয়ারি: ভোট ঘোষণা হওয়ার আগেই দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। তৃণমূল এবং আব্বাস সিদ্দিকীর অনুগামী তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় উভয় পক্ষের মোট ছয়জন গুরুতর জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে আব্বাস সিদ্দিকীর অনুগামীদের ঘরবাড়ি ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোয় ভাঙড় থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙড় ১ ব্লক যুব তৃণমূলের সভাপতি সফি আহমেদ সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী এই ঘটনায় জখম হয়েছেন। ঘটনার পর তৃণমূলের যুব নেতা শফি আহমেদ দাবি করেন, এলাকায় তাদের দেওয়াল দখল করে নিচ্ছিল আব্বাস সিদ্দিকির অনুগামীরা। তারই প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় তাদের। তৃণমূলের একজন বুথ সভাপতির মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
অন্যদিকে আব্বাস অনুগামীদের দাবি, এলাকায় নিজেরাই অশান্তি পাকিয়ে তাদের মারধর করেছে তৃণমূল। মারধরের পাশাপাশি বাড়িঘর ভাঙ্গচুর, লুটপাট করেছে। মহিলারা বাধা দিতে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডিএসপি ক্রাইম তমাল সরকার এবং ভাঙড় থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় দু পক্ষের কাউকেই এখনো পর্যন্ত আটক বা গ্রেফতার করেনি পুলিশ।

