গোষ্ঠী দ্বন্দ্বের জেরে খুন তৃণমূল কর্মী, উত্তেজনা বাঁকুড়ার মান্ডি গ্রামে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১অক্টোবর: গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হলেন তৃণমূলের এক কর্মী। শনিবার রাতে তালডাংরা থানার মান্ডি গ্ৰামে এই ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে মান্ডি গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত তৃণমূল কর্মীর নাম বিপ্লব রায়।

পরিবারের দাবি, গতকাল রাত দশটা নাগাদ মান্ডি গ্রামের রাস্তার ধারে কয়েকজনের সঙ্গে বসে গল্প করছিলেন পেশায় কৃষি ও সেচ দফতরের কর্মী বিপ্লব রায়। আচমকাই কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বিপ্লব রায়ের উপর হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর জখম হন বিপ্লব রায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, রাজনৈতিক ক্ষমতার দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। তার জেরেই খুন হয়েছেন বিপ্লব রায়। তালডাংরা থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

তৃণমূল নেতৃত্বের দাবি, বিপ্লব রায়ের উপর হামলাকারীরা বিশ্বজিৎ চক্রবর্তীর গোষ্ঠীর। বিশ্বজিৎ চক্রবর্তী তৃণমূলের নয় তিনি বিজেপির হয়ে কাজ করে। বিজেপির নেতৃত্বেই এই হামলা হয়েছে বলে তৃণমূল অভিযোগ করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *