পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩০ আগস্ট: দুর্নীতিগ্রস্থদের থেকে হরিরামপুরে সজাগ থাকার বার্তা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতির। ২১ এর বিধানসভা নির্বাচনের আগে দলের স্বচ্ছ্ব ভাবমূর্তি ফেরাতে মরিয়া ঘাসফুল শিবির। আর সেই লক্ষ্যেই স্বচ্ছতা নিয়ে স্পষ্ট বার্তা দেন জেলা সভাপতি গৌতম দাস। নানা দুর্নীতির দায়ে দল থেকে শোকজ হওয়া শুভাশিষ ওরফে সোনা পালের নাম না করেও কটাক্ষ করেছেন তৃণমূল জেলা সভাপতি। রবিবার বিকেলে হরিরামপুরের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের মুস্কিপুরে বামেদের ঘর ভেঙ্গে তৃণমূলে আসা নেতা কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন জেলা সভাপতি গৌতম দাস।
তিনি বলেন, তৃণমূলের দরজা সকলের জন্যই খোলা। তবে কোরাপটেড ও কোরাপশনের সাথে যারা যুক্ত আছে তাদের থেকে একটু সজাগ থাকতে চাই। হরিরামপুরের বাতাসে একটু অন্য কথা ঘোরে, আমরা সেই বাতাসটা একটু মুক্ত বাতাস করে দিতে চাই।
উল্লেখ্য, বেশকিছুদিন ধরেই দুর্নীতি ও স্বজনপোষণ
ইস্যুতে সরগরম হয়ে উঠেছে দক্ষিণ দিনাজপুর। সরকারি পায়খানা নির্মাণ নিয়ে মেন্টর শুভাশিষ পালের কাটমানি চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যার পর ঘরে বাইরের চাপে পড়ে নিজের পদ থেকে ইস্তফা দেন হরিরামপুরের তৃণমূল নেতা সোনা পাল। একসময় দলের কার্যকরী সভাপতি থাকলেও অর্পিতা ঘোষ থাকাকালীন সময়েই তাকে তার পদ থেকে সরিয়ে দেয় দল। এরপর তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষকে সরিয়ে গৌতম দাসকে আনতেই নানা দুর্নীতির দায়ে শোকজ করা হয় হরিরামপুরের ওই নেতাকে। শুধু তাই নয়, স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয় দল যতদিন এই শোকজ নিয়ে কোনও সিদ্ধান্ত না নেবে ততদিন দলের সমস্ত কিছু থেকেই বহিষ্কার থাকবে ওই নেতা। আর যারপরে এদিন ওই নেতার এলাকায় গিয়ে দুর্নীতি ইস্যুতে খোদ জেলা সভাপতির এমন বক্তব্য রীতিমতো শোরগোল ফেলেছে। জেলা সভাপতির এমন কড়া বক্তব্য হরিরামপুরের ওই নেতা সম্পর্কে কর্মীদের সচেতন করার বার্তাই বলে মনে করছেন ওয়াকিবহল মহল।

