আমাদের ভারত, ব্যারাকপুর, ৪ মার্চ: রাত পোহালেই প্রার্থী ঘোষণা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। রাজ্যের সব থেকে বেশি আলোচিত ও স্পর্শকাতর বিধানসভা কেন্দ্র হল উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া বিধানসভা কেন্দ্র। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড় বলে পরিচিত ভাটপাড়া। বিগত লোকসভা ও ভাটপাড়া উপ নির্বাচনে দেখা গিয়েছিল ভোটের আগে ও পরে রাজনৈতিক সংঘর্ষে সব থেকে বেশি, উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া এলাকা। ভাটপাড়া পৌরসভার পরিচালনায় রয়েছে তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। কোন কেন্দ্রে দল কাকে টিকিট দিচ্ছে, তা নিয়ে এখন বিভিন্ন বিধানসভা এলাকায় তৃণমূল কর্মীদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। রাজ্যের সবচেয়ে আলোচিত বিধানসভা কেন্দ্র ভাটপাড়ায় কেমন প্রার্থী চাইছেন তৃণমূল কর্মীরা? আমরা কথা বলছিলাম স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে। প্রত্যেকেই আমাদের জানিয়েছেন, কোনও বহিরাগত কাউকে নয়, সকলেই স্থানীয় তৃণমূল নেতৃত্বকে প্রার্থী করা হোক বলে জানিয়েছেন।

