অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২০ আগস্ট: বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের সন্দা পাড়া অঞ্চলের লোধাসুলি গ্রামে পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখার জন্য যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। লোধাসুলি, জাড়দা যাওয়ার পথে বিজেপি কর্মীরা কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে দুর্নীতির বিষয়ে অভিযোগ জানাতে গেলে বেলপাহাড়ির তৃণমূল ব্লক সভাপতি এবং তার লোকজন বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য কাঞ্চন সিংহকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে বেলপাহাড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এলাকায় রয়েছে পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।