পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বুধবার ভর দুপুরে ঘাটাল মহকুমার খড়ার পৌরসভার এক নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল দুই ফেরিওয়ালার বিরুদ্ধে।
নাবালিকার পরিবারের তরফে জানা যায়, পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। আর সেই সুযোগ নিয়েই দুই ফেরিওয়ালা প্রবেশ করে তাদের বাড়ির ভেতরে। নাবালিকাকে একা পেয়ে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। আর তখনই ভয়ে নাবালিকা চিৎকার করতে শুরু করে। নাবালিকার চিৎকার শুনে বাড়িতে জড়ো হতে শুরু করে পাড়া প্রতিবেশিরা। পাড়ার লোকজনদের দেখে দৌড়ে পালাতে শুরু করে ওই দুই ফেরিওয়ালা। পরে দুইজন ফেরিওয়ালাকেই ধরে ফেলে পাড়ার লোকজন। খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ এসে ওই দুই ফেরিওয়ালাকে আটক করে ঘাটাল থানায় নিয়ে যায়। ঘটনা তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খড়ার পৌরসভার দু নম্বর ওয়ার্ডে।