জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ জুলাই: বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস ছিল শুক্রবার। এদিন বিভিন্ন ভাবে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর ভক্তেরা। এদিন কালোজিরে দিয়ে মহানায়কের প্রতিকৃতির স্কেচ বানিয়ে নজর কাড়লেন মেদিনীপুর নিবাসী শিক্ষক নরসিংহ দাস। বিভিন্ন ব্যক্তি ও ঘটনা নিয়ে নরসিংহবাবু এভাবেই তাঁর অনুভূতি প্রকাশ করেন। তিনি কালোজিরে, শাকসবজি, লতাপাতা, মুসুর ডাল, দেশলাই কাঠি, পেরেক সহ নানা বিষয় নিয়ে ছবির স্কেচ তৈরি করে থাকেন।


