সাথী দাস, পুরুলিয়া, ৬ ফেব্রুয়ারি: ভারতরত্ন ও সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকার্ত পুরুলিয়াবাসী শ্রদ্ধাঞ্জলি দিলেন। সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে সাধারণ মানুষ তাঁর প্রতিকৃতির কাছে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান শিশু-কিশোর ও প্রবীণরাও। পুরুলিয়ার চকবাজারে ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সঞ্জিত দত্তের উদ্যোগে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি জানান, “আজ যে সময় তাঁর অন্তোষ্টিক্রিয়া হয় ঠিক এইভাবেই আমরা মোমবাতি জ্বালিয়ে শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাই।” সেখানে অগণিত লতা মঙ্গেশকরের ভক্ত ও শ্রোতা শ্রদ্ধা জানান।

বিভিন্ন ক্লাব এই সুর সম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানান। আজ লতা মঙ্গেসকরের মৃত্যুর খবর পাওয়ার পরেই শিল্পীর উদ্দেশ্যে তার গাওয়া গান দিনভর বিভিন্ন সরস্বতী পুজো মণ্ডপগুলিতে বাজে। তার গাওয়া জনপ্রিয় গানগুলি শোনা গিয়েছে শ্রদ্ধানুষ্ঠানগুলিতে।


