জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জুলাই: প্রদেশ কংগ্রেসের প্রবীণ সভাপতি সৌমেন মিত্র গতকাল রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। জননেতার প্রয়াণে আজ বৃহস্পতিবার মেদিনীপুর শহরে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শোক পালন করা হয়েছে। শহরের এলআইসি মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে সোমেন মিত্রের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা কংগ্রেসের নেতা ছিলেন সৌমেন খান, শম্ভু চট্টোপাধ্যায়, অনিল সিকারিয়া, রাজেশ হোসেন, কুনাল ব্যানার্জি ও পার্থ ব্যানার্জি সহ অন্যান্য জেলা নেতৃত্ব।


