বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ২৪ জুলাই: কালীপ্রসন্ন সিংহকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শনিবার শুভেন্দুবাবু টুইটে লিখেছেন, “কালীপ্রসন্ন সিংহ ছিলেন প্রখ্যাত বাঙালি লেখক, নাট্যকার এবং জনসেবকক। তিনি মহাভারত মহাকাব্য বাংলায় অনুবাদ করেছিলেন। আমি তাঁকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।
প্রসঙ্গত, কালীপ্রসন্ন সিংহ (২৩ ফেব্রুয়ারি ১৮৪০ – ২৪ জুলাই ১৮৭০) ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক ও সমাজসেবক। বাংলা সাহিত্যে তাঁর দুই অমর অবদান চিরস্মরনীয় হয়ে আছে। সেগুলো হল, বৃহত্তম মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ এবং হুতোম প্যাঁচার নক্শা। তিনি ঊনবিংশ শতকের বাংলা-সাহিত্য আন্দোলনে অন্যতম একজন পৃষ্ঠপোষক ছিলেন। মাত্র উনত্রিশ বছরের জীবনে তিনি সাহিত্য ও সমাজের উন্নয়নের জন্য অসংখ্য কাজ করেছেন। বিধবা বিবাহের একজন সমর্থক ছিলেন। বহু বিধবা দুখিনীর জীবন পরিবর্তন এর জন্য তিনি অকাতরে দান করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রিয় পাত্র ছিলেন তিনি।