সাথী দাস, পুরুলিয়া, ৬ ডিসেম্বর: সারনা ধর্মকে স্বীকৃতির দাবিতে পুরুলিয়ায় রেল, রাস্তা অবরোধ করলেন সংগঠিত আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সালখান মুর্মুর নামে সংগঠনের নেতৃত্বে পাঁচ রাজ্যে এই অভিযান নেওয়া হয়েছে। সেই মতো পুরুলিয়া জেলাতেও আন্দোলন কর্মসূচি করেন তাঁরা। আজ কাঁটাডি স্টেশনে লাইনের উপর দাবি সম্বলিত ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখান সংগঠিত সদস্যরা।
তাঁদের দাবি, ২০২১ এর আদমশুমারিতে সারনা ধর্মকে অন্তর্ভূক্ত করা হোক। বর্তমানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টানদের সরকরি কোড ব্যবহার থাকলেও আদিবাসীদের সারনা ধর্মের কোড লাগু করুক সরকার। কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি জানিয়ে আন্দোলন শুরু আগে হলেও এবার বৃহত্তর আন্দোলনে নেমেছেন আদিবাসিরা। ‘আদিবাসী সিঙ্গেল অভিযান’ পুরুলিয়ার কাঁটাডি রেল স্টেশন ও পুরুলিয়ার টাটা ৩২ নম্বর জাতীয় সড়কে কাঁটাডি মোড় অবরোধ করেন তাঁরা। এদিন আদিবাসী মানুষ তাঁদের এই দাবিতে একবদ্ধ হয়ে সরব হন। সকাল থেকে পর্যায় ক্রমে আড়ষা থানার পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। শেষ পর্যন্ত দুপুর ১টা নাগাদ রাস্তা অবরোধ উঠে যায়।