জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ জুলাই: মঙ্গলবার মেদিনীপুর কলেজ চত্বরে কয়েকশো চারা গাছ রোপন করা হয়েছে। অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে এবং সবুজায়নের লক্ষ্যে কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে এদিন কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করেন ছাত্র ছাত্রীরা।

বনমহোৎসব কর্মসূচির অংশ হিসেবে এদিনের বৃক্ষরোপণ পর্বে এনএসএস ইউনিটের ছাত্র ছাত্রীদের সঙ্গে অংশগ্রহণ করেন অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা, কলেজের প্রভাতকালীন সময়ের ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর গৌতম ঘোষ, গভর্নিং বডির সদস্য ডঃ রাজেন্দ্র নাথ দত্ত, প্রফেসর মুনমুন পান, পার্থপ্রতিম মাইতি, সুব্রত মাইতি সহ কলেজের অন্যান্য ছাত্র ছাত্রীরা।


