স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ সেপ্টেম্বর: পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপণ কম’সূচি সহ বিভিন্ন ধরনের চারা গাছ প্রদান করা হল সাধারণ মানুষের মধ্যে। আজ বিকেলে ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের ভাগনইল গ্রামের বাসিন্দা ও সমাজ সেবক আব্দুল সাত্তার ভাগনইল গ্রামে সাধারণ মানুষের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়ার পাশাপাশি এলাকার প্রধান মন্ত্রী সড়ক যোজনার ধারে বিভিন্ন চারা গাছ রোপণ করেন। তিনি বলেন, বর্তমানে করোনা মোকাবিলায় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এক মাত্র গাছই মানুষের প্রাণ। আর সেকারণেই গাছ লাগানো হচ্ছে ও সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের চারা গাছ বিতরণ করা হল গাছ লাগানোর উৎসাহ দিতে।


