আমাদের ভারত, হুগলী, ১৫ সেপ্টেম্বর: পঞ্চায়েত সদস্যকে কাটমানির টাকা না দেওয়ায় বন্ধ গাছ কাটা। ঘটনাটি গোঘাট দু’ নম্বর ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামবাজার এলাকায়। এলাকার স্থানীয় মানুষজনদের দাবি, তারা নিজস্ব জায়গাতে গাছ লাগিয়েছিলেন এবং সেই গাছ কাটার সময় হলে সরকারি সমস্ত নিয়ম মেনে তারা গাছ কাটছিলেন। তাদের দাবি, পাশের গ্রামের পঞ্চায়েত সদস্য ২৫ শতাংশ টাকা দাবি করে।
অভিযুক্ত পঞ্চায়েত সদস্যর কাছে সাংবাদিক গেলে তাকে কুরুচিকর মন্তব্য ও গালিগালাজ করে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সাধন দে। যদিও শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত গোস্বামী পঞ্চায়েত সদস্যের ব্যবহারে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, তার দল বা পঞ্চায়েত কোনো দুর্নীতির সঙ্গে আপোস করে না। যদি কেউ করে থাকে তার ব্যক্তিগত স্বার্থে। তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও জানান।