অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৪ নভেম্বর: ঝাড়গ্রাম জেলার দুটি কালী পুজো মন্ডপের উদ্বোধন করলেন পরিবহন, সেচ ও জলসম্পদে মন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি বিনপুরের মাগুড়াতে নরেন হাঁসদা স্মৃতি রক্ষা কমিটি পরিচালিত পুজো অপরটি গোপীবল্লভপুরের ফাইভ রাইফেলে ফ্রেণ্ডস ক্লাব যাত্রা ময়দান কালী পূজা কমিটির।
বিনপুরের মাগুরাইতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, জঙ্গলমহলের শান্তি রক্ষার লড়াইয়ে অতীতের দিনের মত ভবিষ্যতেও আমি থাকাব। পাশাপাশি রক্তাক্ত জঙ্গলমহলের স্মৃতি তুলে ধরেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন পুজা কমিটির পক্ষ থেকে শুভেন্দু বাবুকে আদিবাসীদের প্রথা মেনে বরন করে নেওয়া নেওয়া হয়। তাঁর হাতে তুলে দেওয়া হয় ঐতিহ্যবাহী তির ধনুক।
অপরদিকে গোপীবল্লভপুর এর যাত্রা ময়দানে ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাবের পুজো উদ্বোধন করতে এসে তিনি বলেন হাইকোর্টের নির্দেশ মতো সামাজিক দূরত্ব বজায় রেখে বাইরে থেকে আমি পুজোর উদ্বোধন করলাম। এরপর কয়েকজন মানুষকে আমি শীতবস্ত্র তুলে দেবো এবং এই ক্লাবের পক্ষ থেকে আরও ১০০০ জনকে শীতের বস্ত্র তুলে দেওয়া হবে। করোনা পরিস্থিতিতে কথা মাথায় রেখে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখেস্ক পড়ে ভালোভাবে পুজো কাটান।