জে মাহাতো, মেদিনীপুর, ১৩ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলা থেকে একসঙ্গে তিনজন মহকুমা শাসক ও দুজন অতিরিক্ত জেলা শাসককে বদলি করা হচ্ছে। সেই সঙ্গে আরও বেশ কয়েকজন আধিকারিককে অন্যত্র পাঠানো হচ্ছে বলে জানা গেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে এভাবে ছয়শ জন প্রশাসনিক আধিকারিক কে বদল করা হচ্ছে।
বদলির নির্দেশ অনুযায়ী পশ্চিম মেদিনীপুরের তিনজন মহকুমা শাসককেই অন্যত্র পাঠানো হচ্ছেl মেদিনীপুর সদরের মহকুমা শাসক দিননারায়ণ ঘোষ চার বছর পর পাশের ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত জেলা শাসক হচ্ছেন। খড়্গপুরের মহকুমা শাসক বৈভব চৌধুরী এবং ঘাটালের মহকুমা শাসক অসীম পালও দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জেলার দুই অতিরিক্ত জেলাশাসক প্রণব বিশ্বাস এবং সৌর মন্ডলও জেলা থেকে বদলি হচ্ছেন। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী তারা অন্য জেলায় চলে যাচ্ছেন।