আমাদের ভারত, ১০ জুলাই: যাত্রীদের সুবিধার জন্য শ্রাবণী মেলার সময় পূর্ব মধ্য রেলওয়ের দানাপুর ডিভিশনে দুটি ছোট স্টেশনে ট্রেন থামবে। মাঞ্জাউলিগ্রাম হল্ট এবং হরদাস বিঘা স্টেশনে নিম্নলিখিত ট্রেনগুলি থামবে ১১.০৭.২০২৫ থেকে ১০.০৮.২০২৫ পর্যন্ত।
রেলের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ৬৩২০৯ দেওঘর- পটনা মেমু ট্রেন বেলা ১২:০৪টা থেকে ১২:০৫ মাঞ্জাউলিগ্রাম হল্ট স্টেশনে থামবে। ১৩৪০২ দানাপুর– ভাগলপুর ইন্টারসিটি এক্সপ্রেস ওই স্টেশনে থামবে বিকেল ৫টা ২১ থেকে ৫টা ২৩ পর্যন্ত। ১৩৪০১ ভাগলপুর– দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস হরদাস বিঘা স্টেশনে থামবে সকাল ৯টা ৫২ থেকে ৯টা ৫৪ পর্যন্ত।