জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন:
আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় সরকারের পশুমিত্র প্রকল্পে পশুপাখিদের প্রাথমিক চিকিৎসার জন্য গ্রামের বেকার যুবক যুবতীদের স্বরোজগার প্রশিক্ষণ দেওয়া শুরু হল। গ্ৰামীণ অর্থনীতি চাঙ্গা করতে কেন্দ্রীয় সরকারের পশুমিত্র প্রকল্পে আগ্ৰহী বেকার যুবক যুবতীদের এই প্রশিক্ষণ দিতে এলাহাবাদ ব্যাংকের ডেবরা শাখা এই উদ্যোগ নিয়েছে। প্রশিক্ষণ শেষে যুবক যুবতীদের প্রশাংসা পত্র দেওয়া হবে। তার পর গ্রামে গ্রামে গিয়ে মূলত গৃহপালিত পশু পাখি সহ সমস্ত প্রাণীদের প্রাথমিক চিকিৎসা দিতে পারবে।
গত ১৫ই জুন থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির, চলবে ৩০ শে আগস্ট পর্যন্ত। এই প্রকল্পে এলাকার বেকার যুবক যুবতীরা অনেকটাই স্বনির্ভর হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে ব্যাংকের মন্ডল প্রমুখ সন্তোষ কুমার দাস জানিয়েছেন, মূলত এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবির। শিবিরে মোট ৩৫ জন প্রশিক্ষণ নিচ্ছেন, তার মধ্যে ৩৩ জনই মহিলা।