পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ নভেম্বর: উত্তাল রাজ্য রাজনীতির আবহে সিএএ ফর্ম ফিলাপ ইস্যুতে বিজেপির ফাঁদে পা না দেওয়ার বার্তা দিল মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে আগামী দিনে নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যে আরও সক্রিয় হচ্ছে বুথ লেভেল এজেন্ট (বিএলএ-২) বাহিনী। সোমবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে এজেন্টদের কাজ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলার প্রতিটি পঞ্চায়েত এলাকায় হেল্প ডেস্ক গড়ে তোলা হবে। ভোটার তালিকা সংশোধন বা বিভিন্ন ফর্ম ফিলাপ সংক্রান্ত সহায়তা দেওয়া হবে সাধারণ মানুষকে। পাশাপাশি অনলাইন ও অফলাইন— দুই মাধ্যমেই প্রক্রিয়া চালু থাকবে।

এদিন বিধায়ক সুজয় হাজরা বলেন, “কেউ সিএএ ফর্ম ফিলাপ করবেন না। বিজেপির চক্রান্ত মানুষ ধরে ফেলেছে। কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামছেন। সকলে সজাগ থাকুন।”
তৃণমূলের দাবি, মানুষের স্বার্থেই এই উদ্যোগ— ভোটার তালিকা যাতে সঠিক হয় এবং ভুয়ো তথ্যের সুযোগ না থাকে, সেদিকে কড়া নজর থাকবে দলের।

